প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৫:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২০, ৬:২৫ পি.এম
কবি রাহাতুল ইসলামের সাড়া জাগানো কবিতা “জাগো তরুণ”
জাগো তরুণ
মানব সমাজ আক্রান্ত আজ
ধর্ষণ নামক রোগে,
ছিলনা এমন বর্বরতা
আইয়ামে জাহেলি যুগে।
নারীরা আজ নয় নিরাপদ
ছেলে সমর তরে,
ধর্ষক এখন জন্ম নিচ্ছে
সুশীলদেরও ঘরে।
একের পরে হচ্ছে একে
ধর্ষণেরই শিকার,
এ ধারা বাড়বে আরো
না হলে তাঁর বিচার।
জাগো তরুন, লড়ো তুমি
নামো রাজপথে,
ধর্ষকদের এ মাথাচাড়া
রুখতে শক্ত হাতে।
থাকবেনা আর এ সমাজে
ধর্ষণ নামক ব্যাধি,
থমকে যাবে ধর্ষকেরা
তরুন জাগে যদি।
প্রকাশক ও সম্পাদক মুহাম্মাদ আল আমীন সাইফ।
উপদেষ্টা সম্পাদক আবু সুফিয়ান শাহীন,
নির্বাহী সম্পাদক মোঃ হাছান আলী
কার্যালয়, ফরিদগঞ্জ বাজার সংলগ্ন হাজী করিমবক্স পাটওয়ারী বাড়ী, রুহুল আমিন পাটওয়ারী ভিলার নিচ তলা।
ই-মেইল ঠিকানাঃ Alaminsaif69@gmail.com
যোগাযোগঃ 01977800676
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত