ফরিদগঞ্জ উপজেলাধীন পাটওয়ারী বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশের ১৪ তম এজেন্ট আউটলেট শাখা শুভ উদ্বােধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলার গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ ও ব্যাংক কর্মকর্তাদের উপস্থিততে উদ্বোধন কাজ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, বিশেষ অতিথি ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, ইসলামী ব্যাংক জোনাল হেড মোহাম্মদ মনিরুল ইসলাম, ফরিদগঞ্জ ইসলামী ব্যাংক শাখা ব্যাপস্থাপক মােহাম্মদ দেলােয়ার হােসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ, ফরিদগঞ্জ থানার এসআই সেলিম মিয়া, বালিথুবা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, বাজার কমিটির সভাপতি জাহাঙ্গীর হােসেন ঢালী, ব্যাংক সত্বাধিকারী ফজলে রাব্বি ও হাসান আহমেদ প্রমুখ। আমন্ত্রিতদের মাঝে ছিলেন, উপজেলা যুবলীগের সদস্য রাসেল মিয়াজি, রায়হানুজ্জামান, সাংবাদিক হাছান আলী, হৃদয় মিজি প্রমুখ।