চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রখ্যাত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ মুহম্মদ শফিকুর রহমানকে (নৌকা) বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার ( ৩০ ডিসেম্বর) বিকেল ৫টায় পৌর আওয়ামীলীগের আয়োজনে ফরিদগঞ্জ উপজেলা সদরে মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে গণমিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী। মিছিলটি পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদগঞ্জ থানা মোড়ে এক সমাবেশে পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মাহফুজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য হাসানুজ্জামান তারেক, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এস তসলিম, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য খাজে আহমেদ মজুমদার, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, সাবেক জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, সাকেব উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর পালোয়ান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে হবে।
তারা আরও বলেন, সকল নেতাকর্মী যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রখ্যাত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান এমপি’র বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না। এই নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতি স্বত্তার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। তাই নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করার আহবান জানায় তারা।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামিলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শহিদ উল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকি বিল্লাহ সোহাগ, সাবেক পৌর যুবলীগের সদস্য সচিব এস এম সোহেল রানা, আওয়ামিলীগ নেতা এস এম টেলু পাটওয়ারী, মোহাম্মদ হোসেন, আব্দুল মান্নান পরান, জাহিদ হোসেন, যুবলীগ নেতা মুরাদ পাটওয়ারী, এমরান হোসেন আমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকী বিল্লাহ সোহাগ, চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ ছাত্র বৃত্তি সম্পাদক সৈকত মিজি, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় গাজী, চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মোঃ সরোয়ার হোসাইন রনি।
এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী গণমিছিলে অংশ গ্রহণ করেন।