চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের পুনঃনির্বাচিত সংসদ সদস্য প্রখ্যাত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, ফরিদগঞ্জের মানুষ গত ৫ বছরে শান্তিতে ছিলো, সন্ত্রাস বন্ধ হয়েছে, চাঁদাবাজি অধিকাংশ জায়গায় বন্ধ করেছি। আগামী ৫ বছরেও মানুষ নিশ্চিন্তে শান্তিতে বসবাস করতে পারবে।
কিছু এলাকায় বিভিন্নভাবে সুকৌশলে কিছু চাঁদাবাজি চলছে, যার তথ্য আমাত কাছে রয়েছে। অচিরেই এই চাঁদাবাজি বন্ধ করব ইনশাআল্লাহ। ব্যক্তিস্বার্থে বাজার বন্ধ করে মিছিল করার প্রবণতা সেটাও আমরা বন্ধ করব। ফরিদগঞ্জের মানুষ যে প্রকারে শান্তিতে থাকতে পারে, শান্তিতে ঘুমাতে পারে, শান্তিতে পথ চলতে পারে সেই ব্যবস্থা হবে বলে নিশ্চয়তা দেন মুহম্মদ শফিকুর রহমান এমপি। এই আসনে নৌকার বিজয়ের মাধ্যমে প্রমানিত হয়েছে ফরিদগঞ্জের মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে উন্নয়নের পক্ষে। আমাদের বাস্তবতা হলো আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, উন্নয়নের পক্ষে আর সেটাই হবে আমাদের অভিষ্ট লক্ষ্য।
তিনি বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) উপজেলার ১০নং ইউনিয়ন, ১৪নং ইউনিয়ন, ১২নং ইউনিয়নে নির্বাচন পরবর্তী কৃতজ্ঞতা স্বরূপ নেতা-কর্মী ও ইউনিয়নবাসীর সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন।
বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান এমপি বলেন, আওয়ামী লীগের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অভূতপূর্ব উন্নয়ন করেছে। ঘরে ঘরে বিদ্যুৎ, ভূমিহীন গৃহহীনদের ভূমিসহ বাসগৃহ দেয়া করা হয়েছে, যা বিশ্বে বিরল। তাই সর্বদা উন্নয়নের স্বপক্ষে আমাদের থাকতে হবে।
এদিন নেতা-কর্মী ইউনিয়নবাসী সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আলী আক্কাস পাটওয়ারী, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য খাজে আহমেদ মজুমদার, অ্যাডভোকেট জসিম উদ্দিন পাটওয়ারী, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, ১০নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ ভূঁইয়া, ১৬নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শরিফ হোসেন খান প্রমুখ।