মাঘের কনকনে শীত, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার সাথে যোগ হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃহস্পতিবার বিকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফলে ফরিদগঞ্জ উপজেলা জুড়ে শীতের প্রকোপ কয়েক অংশে বেড়ে গিয়েছে। গত কয়েকদিন ধরেও রৌদ্দুরের দেখা মিলছে না তেমন একটা। তাই শীত লাঘবে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে পুনঃনির্বাচিত সংসদ-সদস্য প্রখ্যাত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান এমপির উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারী) আসনটির সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান এর প্রধান নির্বাচনী কার্যালয়ে তার প্রতিনিধিদের হাতে ৬ হাজার শীতবস্ত্র কম্বল তুলে দেন সংসদ সদস্য নিজে।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য খাজে আহমেদ মজুমদার, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন ও যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, আওয়ামিলীগ নেতা টেলু পাটওয়ারী, জিএম হাসান তাবাসসুম, জাহাঙ্গীর পালোয়ানসহ ইউনিয়ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।