ফরিদগঞ্জে ঢাকা টেক্সসেসবারের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী কর আইনজীবি ফোরাম’র কেন্দ্রীয় কমিটির সভাপতি, জেলা ও উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সদস্য, আব্বাস উদ্দিন ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্বাস উদ্দিন উপজেলার বিভিন্ন এলাকার পানিবন্দী প্রায় সাড়ে সাতশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
গত কয়েক দিনের টানা বর্ষনের কারণে উপজেলা জুড়ে জলাবন্ধতার সৃষ্টি হয়। এতে লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। হত দরিদ্র এবং নিম্ন আয়ের মানুষ সেই সাথে যাদের ঘরে পানি প্রবেশ করে তারা মানবেতর জীবন যাপন করে। তাদের বিপদে পাশে এসে দাঁড়িয়েছেন সমাজ সেবক আব্বাস উদ্দিন। নিজে পানি মাড়িয়ে মাথায় করে ত্রাণ সামগ্রী মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। তার এই মহতী উদ্যোগ এলাকায় বেশ প্রশংসিত হয়েছে। তার খাদ্য সামগ্রির মধ্যে ছিলো- চাল ৫ কেজি, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু ও ১ কেজি পেঁয়াজ। প্রথম পর্বে তিনি ৭৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। তার এই কার্যক্রম চলমান থাকবে বলে তিনি তার বক্তব্যে বলেন।
ত্রাণ বিতরণ কালে তিনি এক প্রতিক্রিয়ায় বলেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক জিয়ার নির্দেশে আমি এলাকার মানুষের পাশে দাঁড়াতে ছুটে এসেছি। আপনার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আমার ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে। যারা আজ পাননি তারা আমার লোকদের যাতে যোগাযোগ রাখবেন।
সোমবার (২৬ আগস্ট) ফরিদগঞ্জ পৌরসভার ৪ ও ৫নং ওয়ার্ড, ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রাম, ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ, চরমঘুয়া, পক্ষিয়ার চর, গৃদকালিন্দিয়া, ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের গজারিয়া, দক্ষিণ চর বড়ালী ও উত্তর চর বড়ালী। ১১নং চরদুঃখিয়া ইউনিয়নের সন্তোষপুর, এখলাশপুর ও বিরামপুর এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- ফরিদগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম, ফরিদগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুল হক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় যুবদল নেতা মিয়াজী মো.মমিনুল ইসলাম মমিন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সমাজ কল্যাণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের নির্বাহী সদস্য মো. সোহেল আলম, ফরিদগঞ্জ পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর খদেজা বেগম, ফরিদগঞ্জ পৌর সভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো.জামাল উদ্দিন, উপজেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক মো. আমিন কবির, ফরিদগঞ্জ পৌর মহিলা দলের সভাপতি আলেয়া বেগম, ফুলমতির নেছা ফোরকানিয়া মাদ্রাসার প্রধান মাওলানা আব্দুস সালাম, পৌর ছাত্রদল নেতা মো. শ্রাবণ, মাহফুজুল হক, রেজাউল হাসান, মো.রিফাত, মো.সফিক, আ.আজিজ ত্বোহা, ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো.শাওন , ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন মহিলা দলের সভাপতি বিলকিছ বেগম, সাধারণ সম্পাদক মির্জা পারুল, ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.আকবর হোসেন প্রমুখ।