বাংলাদেশজাতীয়তাবাদীদল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান।
এসময় তিনি বলেন, ‘‘হাই কমান্ডের নির্দেশ মোতাবেক যারা দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত হবে, দল থেকে তাদের বহিষ্কার করে যৌথবাহিনির হাতে তুলে দেওয়া হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজে যারা সম্পৃক্ত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।‚‚
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান দুলাল ও পৌর বিএনপির সভাপতি আমানত গাজীর সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মঞ্জিল হোসেন, ডা. আবুল কালাম আজাদ, আবু জাফর খসরু মোল্লা, আ. খালেক পাটওয়ারী, আব্দুর রহমান, মাসুদ হোসেন, মহসীন মোল্লা, আবুল হাসনাত, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ পাটওয়ারী,উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জু, সাধারণ সম্পাদক আবু ইউছুপ চৌধুরী শাওন, পৌর ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিবলু প্রমুখ।