1. chandpurmedia@gmail.com : chandpurmedia chandpurmedia : chandpurmedi chandpurmedia
  2. info@www.chandpurmedia.com : news :
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০২:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
আম্বিয়া- ইউনুছ ফাউন্ডেশন’র ইসলামী সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতা- ২০২৫ সম্পন্ন ফরিদগঞ্জের মাটিতে কোনো চাঁদাবাজের স্থান হবে না … মোতাহার হোসেন পাটোয়ারী BSL-CHANDPUR CYBER GANG এর আতঙ্গে ফরিদগঞ্জের সাংবাদিকরা ফরিদগঞ্জ লেখক ফোরামের ১৮তম কাউন্সিলে সভাপতি ফরিদ ও সম্পাদক তারেক ফরিদগঞ্জে বিদেশি মদসহ ২ যুবককে আটক সাইবার নিরাপত্তায় কাজ করে মানুষের আস্থা অর্জন করেছে ফরিদগঞ্জের মাহিন উল শুভ ফ্যাসিবাদ এবং তাদের দোসররা গাফটি মেরে বসে আছে সুযোগ পেলেই বের হয়ে আসবে ………….. বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের যুবকের মৃত্যু ফরিদগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছে একঝাঁক শিক্ষার্থী ফরিদগঞ্জে সওজ এর জমি দখল করে দোকান-সৌচাগার ও মসজিদ নির্মাণ

ফরিদগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছে একঝাঁক শিক্ষার্থী

মুহাম্মাদ আল আমীন সাইফ
  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

চারদিকে কনকনে শীত, সাথে কুয়াশা। সারাদেশে যেমন শীতের প্রকোপ বেড়েছে, তেমনি বেড়েছে গরিব-দুঃখী মানুষের দুর্ভোগ। ছিন্নমূল অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন ফরিদগঞ্জ এ,আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের শিক্ষার্থীরা।

তাদের ধারাবাহিক কার্যক্রমে শীতার্ত মানুষের মাঝে কার্ডের মাধ্যেমে বিদ্যালয় মিলনায়তনে শৃংখল পরিবেশে শীতবস্ত্র (কম্বল) ও শিক্ষা উপকরন বিতরণ করেছেন।

সোমবার (২৫ ডিসেম্বর) গবেষক মোঃ ইমাম হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার উপস্থিতিতে তারা শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘‘ফরিদগঞ্জ এ,আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের এই উদ্যোগ দেখে অন্য ব্যাচের শিক্ষার্থীরা এবং সমাজের অন্যান্যরা অনুপ্রাণিত হবে। শুধু ২০০১ ব্যাচ নয় সকল ব্যাচের শিক্ষার্থীরা এবং সকল শ্রেণী পেশার মানুষ তাদের সাধ্য অনুযায়ী শীতার্ত মানুষের পাশে থাকা অত্যাবশকীয়।

তিনি আরও বলেন, সকলের সহযোগিতা নিয়ে শিক্ষাসহ সকল দিক থেকে ফরিদগঞ্জ উপজেলাকে একটি আধুনিক ও সমৃদ্ধশালী উপজেলা হিসেবে গড়ে তুলবো’’।

বিতরণ করা এসব বস্ত্র দেওয়া হয়েছে বিধবা, বয়স্ক পুরুষ ও নারী, প্রতিবন্ধী এবং এতিম অসহায়দের।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ২০০১ ব্যাচের শিক্ষার্থী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হাসিনা আক্তার, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মোশাররফ হোসেন নান্নু, প্রাক্তন প্রাক্তন শিক্ষক জাকির হোসেন পাটওয়ারী। সিরাজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, ২০০১ ব্যাচের আয়োজক সদস্য আবদুস সালাম, আজিজুর রহমান রাজন, আমিন পাটওয়ারী, সোহেল গাজী, আল-আমিন, হোসেন ভূঁইয়া, মাসুদ আলম, মোঃ সোহেব, তানভীর আহমেদ তপু, আনোয়ার হোসেন সজিব, দিদারসহ আরও অনেকে। এছাড়াও বর্তমান সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের পক্ষে গবেষক মোঃ ইমাম হোসেন বলেন, “আমরা ছিন্নমূল ও অসহায় শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছি। এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ক্ষুদ্র পরিসরে শিক্ষা উপকরণ বিতরণ করেছি।

তার সাথে কথা বলে আরো জানা যায়, গত ২৩ বছর পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে তারা। মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। মূলত এই কথা থেকেই তারা অনুপ্রাণিত অনুপ্রাণিত হয়ে-ই গত ২৩ বছরের এই পথচলা তাদের। ভবিষ্যতে সমাজের বিভিন্ন অনুকূল কাজের মাধ্যমে সমাজের সেবা করে যাব করে যাওয়ার প্রতিশ্রুতি করেছেন ইমাম হোসেন”।

কম্বল পাওয়া কয়েকজন বলেন, আমাদের খোঁজ খবর নিয়ে শীত নিবারণের জন্য কম্বল প্রদান করায় বিতরণকারীদের কাছে আমরা কৃতজ্ঞ। আল্লাহ উনার মঙ্গল করবেন। এ সময় অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং