1. chandpurmedia@gmail.com : chandpurmedia chandpurmedia : chandpurmedi chandpurmedia
  2. info@www.chandpurmedia.com : news :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফরিদগঞ্জে ইউএনও’র নেতৃত্বে অবরুদ্ধ কমিউনিটি ক্লিনিক মুক্ত করেছে যৌথ বাহিনী চাঁদপুর সদরে ও ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযান দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সাত সদস্য আটক টিকটক থেকে পরিচয়, দুই কিশোরীর পরিণয় সূত্রে আবদ্ধ হবার কাণ্ড আম্বিয়া- ইউনুছ ফাউন্ডেশন’র ইসলামী সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতা- ২০২৫ সম্পন্ন ফরিদগঞ্জের মাটিতে কোনো চাঁদাবাজের স্থান হবে না … মোতাহার হোসেন পাটোয়ারী BSL-CHANDPUR CYBER GANG এর আতঙ্গে ফরিদগঞ্জের সাংবাদিকরা ফরিদগঞ্জ লেখক ফোরামের ১৮তম কাউন্সিলে সভাপতি ফরিদ ও সম্পাদক তারেক ফরিদগঞ্জে বিদেশি মদসহ ২ যুবককে আটক সাইবার নিরাপত্তায় কাজ করে মানুষের আস্থা অর্জন করেছে ফরিদগঞ্জের মাহিন উল শুভ ফ্যাসিবাদ এবং তাদের দোসররা গাফটি মেরে বসে আছে সুযোগ পেলেই বের হয়ে আসবে ………….. বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী

ফরিদগঞ্জে ইউএনও’র নেতৃত্বে অবরুদ্ধ কমিউনিটি ক্লিনিক মুক্ত করেছে যৌথ বাহিনী

আবু হেনা মেস্তফা কামাল
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে
সমস্যা সমাধানে কথা বলছেন ইউএনও ফরিদগঞ্জ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল ও সেনাবাহিনী।

ফরিদগঞ্জে কাঁশারা কমিউনিটি ক্লিনিক মুক্ত করা হয়েছে। এর আগে প্রায় আট দিন বন্ধ ছিলো। জমির মালিকানা দাবী করে পার্শ্ববর্তী এক দম্পতি। সেবা গ্রহিতারা ক্লিনিক খুলে দেয়ার দাবীতে সোচ্চার হয়। ঘটনা জেনে, উপজেলা নির্বাহী অফিসার, ফরিদগঞ্জ, সুলতানা রাজিয়া’র নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালায়। মঙ্গলবার (২৪-এ জুন) দুপুরে ওই অভিযান পরিচালিত হয় পাইকপাড়া (দক্ষিণ) ইউপির কাঁশারা গ্রামে। এক পর্যায়ে, অভিযোগের প্রেক্ষিতে ও ইউএনও’র নির্দেশে প্রতিবন্ধকতাকারী দম্পতিকে আটক করে থানায় নেয়া হয়। বিকালে, মুচলেকার বিনিময়ে তাকে আপাততঃ জামিনে ছেড়ে দেয়া হয়েছে।

ওই দম্পত্তির বিরুদ্ধে সরকারি কাজে বাধা, কর্মচারীকে মারধর, হুমকি, ক্লিনিক অবরুদ্ধ ও দখলের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। ওই দম্পতি, স্বাস্থ্য সেবা বন্ধ করে দেয় ও ক্লিনিকের সামনে প্রবেশপথে গাছগাছালি ও বেড়া নির্মাণ করে। এর ফলে, ক্লিনিক ও স্বাস্থ্য সেবা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সেবা গ্রহিতা শত মানুষ ক্ষোভ প্রকাশ করেন। ক্লিনিক খুলে দিতে তারা দাবী জানান।

সূত্র জানিয়েছে, সি.বি.এইচ.সি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত হয়েছে পাইকপাড়া (দক্ষিণ) ইউনিয়নের কাঁশারা কমিউনিটি ক্লিনিক। স্থানীয় নোয়াব আলী ভূঁইয়া, মনোয়ারা ও মনির উদ্দিনের দেওয়া জমির উপর ক্লিনিকটি নির্মিত হয় ১৩-ই ফেব্রুয়ারি ২০২১ সালে। উদ্বোধনের পর নিয়মিত ওই এলাকার মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সেবা পেয়ে জনসাধারণ খুশি ও উপকৃত হয়েছেন মর্মে উপস্থিত পঞ্চাশোর্ধ নারী-পুরুষ বলেছেন।

নানা উপায়ে ও স্ব শরীরে উপস্থিত হয়ে; ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান জূয়েল ক্লিনিক চালু করতে চেষ্টা করেন। এতে, বাধ সাধে আব্দুর রহিম ও শারমিন আক্তার শাহানাজ। তারা বেপরোয়া ও মারমুখী আচরণ করে। এলাকার লোকজন অপমান ও অপদস্ত হন।

ক্লিনিক মুক্ত হওয়ার পর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল জানান, কমিউনিটি ক্লিনিকটি নির্মাণের পর প্রশংসনীয় ভাবে স্বাস্থ্যসেবা কার্যক্রম চলমান ছিলো। ১৪ই জুন হঠাৎ করেই ক্লিনিকটি বন্ধ করে দেয় আব্দুর রহিম ও শারমিন আক্তার শাহানাজ দম্পত্তি। আমরা কাগজপত্র সংগ্রহ করে প্রশাসনের সহযোগিতায় দখলমুক্ত ও স্বাস্থ্য সেবা পুনরায় চালু করেছি। এছাড়া ওই ঘটনায় রোববার (২২-এ জুন ২০২৫) থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া জানান, গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে মঙ্গলবার আমি যৌথবাহিনীসহ কাঁশারা ক্লিনিকটি দখলমুক্ত করেছি। সরকারি কাজে যারাই বাধা দিবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং