1. chandpurmedia@gmail.com : chandpurmedia chandpurmedia : chandpurmedi chandpurmedia
  2. info@www.chandpurmedia.com : news :
রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফরিদগঞ্জে ইউএনও অফিসের ভেতরে প্রধান শিক্ষক কাজল মারধরের শিকার ফরিদগঞ্জে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ভাইকে নিয়োগ দিতে অধ্যক্ষের জালিয়তি, ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসায় ফকিহ ও মুহাদ্দিস পদে নিয়োগ পরিক্ষায় ব্যাপক অনিয়ম তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি পরিবারকে অমানবিক নির্যাতন! থানায় অভিযোগের ৭ দিনেও মিলছেনা বিচার নতুন দেশ গড়তে আসুন একসঙ্গে কাজ করি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজে যারা সম্পৃক্ত হবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, দল থেকে বহিস্কার করা হবে —— আলহাজ্ব এমএ হান্নান দ্বিতীয়বারের মতো ১৩০টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ-সাহায্য পৌঁছে দেন ফরিদগঞ্জ ফ্রেন্ড ফোরাম ফরিদগঞ্জে পানিবন্দী মানুষকে তিন দিন খাদ্য দিলেন মোতাহার হোসেন পাটওয়ারী ফরিদগঞ্জে জাতিয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি এ্যাডভোকেট আব্বাসের ত্রাণ বিতরণ জলাবদ্ধ মানুষের সহায়তায় অবিরাম ছুটে চলছে রামগঞ্জের শায়েখ মুসলিম ছাত্র সংসদ

ডেনভারে গুলিবিদ্ধ হয়ে এক ডানপন্থী বিক্ষোভকারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ১৬৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ডেনভার শহরে প্রতিদ্বন্দ্বী ডানপন্থী ও বামপন্থীদের বিক্ষোভ চলার সময় গুলির ঘটনায় একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি ডানপন্থীদের ডাকা ‘প্যাট্রিয়ট র‌্যালি’ তে অংশ নিয়েছিলে্ন। এ ঘটনায় এরইমধ্যে এক সন্দেহভাজনকে আটকে করেছে পুলিশ।

তাদের দাবি, ওই সন্দেহভাজন একজন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন। তার সঙ্গে প্রতিপক্ষের বিক্ষোভকারীদের সম্পর্ক নেই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ডেনভারে ডানপন্থীদের ডাকা ‘প্যাট্রিয়ট র‌্যালি’র বিপরীতে পাল্টা বিক্ষোভ করছে বেশ কয়েকটি গ্রুপ। শনিবার ডেনভার আর্ট মিউজিয়াম প্রাঙ্গণে গুলিবিদ্ধ হন এক ডানপন্থী বিক্ষোভকারী। ডেনভার পোস্ট সংবাদপত্রে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিক্ষোভকারীরা ওই নিরাপত্তারক্ষীর ওপর হামলা চালাচ্ছে এবং পিপার স্প্রে ছুড়ছে। পরে নিরাপত্তারক্ষী ফাঁকা গুলি চালান।

ডেনভার পুলিশের তদন্ত বিভাগের প্রধান জোয়ে মন্টোয়া বলেন, দুপুর সাড়ে তিনটার কিছু সময় পরই এ ঘটনা সংঘটিত হয়েছে। সেখানে কথা কাটাকাটি হয়েছে এবং আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়েছে। ঘটনাস্থল থেকে দুইটি বন্দুক উদ্ধার হয়েছে এবং সন্দেহভাজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় টিভি স্টেশন কুসা-টিভি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ওই নিরাপত্তা রক্ষীকে তারা ভাড়া করেছিল নিজেদের কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য। বিবৃতিতে বলা হয়, ‘গত কয়েক মাস ধরেই বিক্ষোভস্থলে নিয়োজিত কর্মীদের সুরক্ষায় ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ভাড়া করে আসছে কুসা।’

তবে ডেনভার পুলিশের তদন্ত বিভাগের প্রধান জোয়ে মন্টোয়া কুসা টিভির ওই দাবির ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তিনি জানিয়েছেন, নিহত এবং সন্দেহভাজন কারোরই পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং