চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রখ্যাত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান এমপি, বিএনপি জামাত ও তাদের দোসররা জাতির পিতার প্রতিক নৌকাকে পরাজিত করতে উঠেপড়ে লেগেছে, এবং তাদের বিষয়ে সর্তক থাকতে হবে উল্লেখ করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ। একদিকে কিছু বিদেশী শক্তি আমাদের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে এবং নিজেদের স্বার্থ হাসিলের জন্য কথিত জুজুর ভয় দেখাচ্ছে। অন্যদিকে স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াত জোট ও তাদের দোসররা নির্বাচনে আসলে পরাজয় নিশ্চিত জেনে এখন অগ্নীসন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যা শুরু করেছে। এদের থেকে দেশকে রক্ষার একমাত্র উপায় জনগণের ভোটে আমাদের নির্বাচিত হওয়ার মাধ্যম। তাই ৭ জানুয়ারী আমাদের বিজয়ী হওয়া অতিব জরুরী। পরাজিত শক্তি বিএনপি জামাতের প্রেত্মাতা যারা আমাদের মাঝে ঘাপটি মেরে বসে থেকে আওয়ামীলীগের প্রতীক, শেখ হাসিনার প্রতিক, স্বাধীনতার প্রতিক এবং জাতির পিতার প্রতিক নৌকাকে পরাজিত করতে উঠেপড়ে লেগেছে তাদের বিষয়ে সর্তক থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে, জনগণ আওয়ামীলীগের গত ১৫ বছরের উন্নয়ন জানেন, তাই নেতাকর্মীদের প্রতিটি ঘরে ঘরে গিয়ে ৭ জানুয়ারী ভোট কেন্দ্রে এসে নৌকায় ভোট প্রদান করার জন্য আহ্বান জানাতে হবে। আমাদের মধ্যে মান অভিমান থাকতে পারে কিন্তু তা অবশ্যই নৌকার সাথে বেঈমানী করে নয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী প্রখ্যাত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমানের নির্বাচন পরিচালনা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি কথাগুলো বলেন।
বৃহষ্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারীর সভাপতিত্বে, ও সাবেক বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ কমিটির সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম রোমানের যৌথ পরিচালনায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নাজমুন নাহার অনি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোঃ মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ ও আল-আমিন পাটওয়ারী, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ হোসেন মিন্টু , ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: শাহীন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর সহ-সভাপতি আহসান হাবিব নেভী, বালিথুবা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন বকাউল, বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই মজুমদার, সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাওলানা শারাফত উল্লাহ, সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা পারভেজ আহমেদ, গুপ্টি পূর্ব ইউনিয়ন আওয়ামী সহ-সভাপতি আমির হোসেন মাষ্টার, গুপ্টি পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজী আবুল কাশেম আজাদ, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর সাবের আলম তালুকদার প্রমুখ।
এসময় আওয়ামীলীগ , যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।