চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ঈগল সমর্থকদের হামলায় নৌকা প্রতীকের সমর্থক পারভেজ পাটওয়ারী গুরুতর আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন মুন্সিরহাট গ্রামে এ ঘটনা ঘটে।
এতে মোঃ পারভেজ পাটওয়ারীসহ আরো ৪জন নৌকার সমর্থক আহত হয়েছে।
হামলায় আহত সালাউদ্দিন মজুমদার (২৫), রবিউল ইসলাম (রবি) পাটওয়ারী (২৭), রসুল আমিন (২৯), হাসান মজুমদার (২৬) কে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলেও হামলায় গুরুতর আহত মোঃ পারভেজ পাটওয়ারী (৩৯) কে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি দেখে দায়িত্বরত ডক্তার তাকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করে। পরে চাঁদপুর সদর হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা দিলে বুকে এবং মাথায় গুরুতর আহত দেখতে পেয়ে তাকে ঢাকা বারডেম জেনারেল হাসপাতালে রেফার করে দায়িত্বরত ডাক্তার।
আহত মোঃ পারভেজ পাটওয়ারী চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের নৌকার প্রতীকের সংসদ সদস্য প্রার্থী প্রখ্যাত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান এমপি’র উপজেলার ৪নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন প্রতিনিধি।
ঘটনার সময় মোঃ পারভেজ পাটওয়ারীর নেতৃত্বে স্থানীয় মুন্সিরহাট বাজারে নৌকা মার্কার প্রচারণা কালে সামনের দিক থেকে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ঈগল মার্কায় স্বতন্ত্র প্রার্থী ড. শামসুল হক ভূঁইয়ার উপস্থিতিতে একটা মিছিল আসলে অতর্কিত ভাবে নৌকার এই কর্মীদের উপর হামলা করে ঈগল সমর্থকেরা বলে মন্তব্য করেন আহত মোঃ পারভেজ পাটওয়ারী।
ঘটনাটির ব্যাপারে জানতে প্রত্যক্ষদর্শী ঈগল সমর্থকদের কাছে একাধিকবার ফোন করেলে, ফোন রিসিভ না করায় তাদের থেকে কোন তথ্য পাওয়া যায় নি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, নৌকা ও ঈগলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর শুনে অবস্থা নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থল গিয়েছে। তবে এ ঘটনায় শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত কোন পক্ষ থানায় মামলা দায়ের করেনি বলে মন্তব্য করেন তিনি। যদি কোন পক্ষ মামলা দায়ের করে তাহলে সে ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।