চাঁদপুর-৪ আসনে সাংবাদিক শফিকুর রহমান পুনরায় সাংসদ নির্বাচিত হয়েছেন।
রোববার রাতে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স কনফারেন্স হলে সহকারী রিটার্নিং কর্মকর্তা মৌলি মণ্ডল আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।
ফলাফলে দেখা গেছে, উপজেলার ১১৮টি কেন্দ্রে (নৌকা প্রতীকে) ৩৬ হাজার ৪৫৮ ভোট পেয়েছেন সাংবাদিক শফিকুর রহমান। তার নিকটতম প্রিতিদ্বন্দ্বী সাবেক সাংসদ ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া (ঈগল প্রতীকে) পেয়েছেন ৩৫ হাজার ৪২৫ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী জালাল আহমেদ (ট্রাক প্রতীকে) পেয়েছেন ১৮ হাজার ৭৬০ ভোট। বিএনএম মহাসচির ড. মো: শাহজাহান (নোঙর প্রতীকে) পেয়েছেন ১ হাজার ৭৪ ভোট। জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা সাজ্জাদ রশিদ (লাঙল প্রতীকে) ভোট পেয়েছেন ৫৯০ ভোট। তৃণমূল বিএনপির প্রার্থী মো: আব্দুল কাদির তালুকদার (সোনালী আঁশ প্রতীকে) পেয়েছেন ৩৬০ ভোট। ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আবদুল গণি ( আম প্রতীকে) পেয়েছেন ২০৮ ভোট। বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী (ফুলের মালা প্রতীকে) পেয়েছেন ২০১ ভোট।
উল্লেখ্য চাঁদপুর-৪ আসনে প্রদত্ত ভোটের সংখ্যা ৯৫ হাজার ৮৪০টি। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৯৩ হাজার ৭৬টি এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ২হাজার ৭৬৪টি।
এদিকে নৌকার বিজয়ে আওয়ামিলীগ অনুসারীরা বিজয় মিছিল করেছে পুরো উপজেলা জুড়ে। দলীয় নেতাকর্মী ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে মুহম্মদ শফিকুর রহমান এমপি।