ফরিদগঞ্জে পানিতে ডুবে মোঃ আবু বকর নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১০ ঘটিকার দিকে উপজেলার ৭নং পাইকপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উপাদিক চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশু মোঃ আবু বকর পৌরসভার হাজী করিমবক্স পাটওয়ারী বাড়ীর মোঃ ফয়ছাল আহমেদ পাটিওয়ারীর ছেলে।
শিশুর বাবা মোঃ ফয়ছাল আহমেদ পাটিওয়ারী জানান, গত দেড় বছর আগে শিশুটির মা মারা যায়। এর পর থেকে শিশু মোঃ আবু বকর তার নানার বাড়িতেই অবস্থান করে আসছিলো। ব্যাবসার ফাকে সুযোগ পেলেই তিনি ছেলে আবু বকরকে দেখতে যেতেন। কিন্তু হটাৎ সকাল ১০ ঘটিকায় শিশুর নানার ফোনে জানতে পারে আবু বকর পানিতে পড়েছে। এর অতিরিক্ত কিছুই শিশুর বাবা জানেন না।
শিশুর নানা মীর হোসেন জানান, আবু বকর পরিবারের সকলের স্নেহের ছিলো। সকলেই তার খবরাখবর নিতো। কিন্তু হটাৎ এইদিন সকালে তাকে ঘরের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না। ঘরে দেখতে না পেয়ে বাহিরে খোঁজাখুঁজি শুরু করে সবাই। কোথাও না পেয়ে বাড়ির পুকুরের দিকে নজর করলে সেখানেই ঘাটের পাশে আবু বকরকে পানিতে ভাসতে দেখেন ওই পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।