ফরিদগঞ্জ উপজেলাকে পুরো বাংলাদেশের মধ্যে প্রধান মডেল উপজেলা হিসেবে তৈরী করে তা ফরিদগঞ্জবাসীকে উপহার দেওয়ার মাধ্যমে তাদের ভোটের ঋণপরিশোধ ও তার বিজয়ের প্রতিদান দেবেন বলে মন্তব্য করেছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে পুনঃনির্বাচিত সংসদ সদস্য প্রখ্যাত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান।
মঙ্গলবার ( ১৬ জানুয়ারী) নির্বাচন পরবর্তীগণসংযোগে উপজেলার বাগড়া বাজার থেকে শুরু করে ধানুয়া বাজার, ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকাসহ পর্যায়ক্রমে আশেপাশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে এ কথা বলেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান এমপি বলেন, সারা বাংলাদেশের মধ্যে ফরিদগঞ্জ উপজেলা হবে রোল মডেল। দীর্ঘ সময়ের উন্নয়ন থেকে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) ছিলো অবহেলিত। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট হয়ে আমি অবহেলিত ফরিদগঞ্জকে গত ৫ বছরে উন্নয়ন করে নতুনরূপে সাজিয়েছি।
তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর করনা মহামারীতে সারাবিশ্ব আক্রান্ত হয়ে ২ বছর কোন কাজ করা সম্ভব হয়নি। এরপর আরো ১ বছর লেগেছে পরিস্থিতি অনুকূলে আসতে। হাতে পেয়েছি মাত্র দুই বছর। আর এই দুই বছরে প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছিলাম আমি। এবার বাকি ৩০ শতাংশকাজ সম্পন্ন করে উপজেলাবাসীকে এক দৃষ্টিনন্দন ফরিদগঞ্জ উপহার দেবো ইনশাআল্লাহ্।
সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনাদের অক্লান্ত পরিশ্রম ও বিপুল ভোটে আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে নির্বাচিত হয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আশা ও আকাঙ্ক্ষা নিয়ে আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছেন, আপনারা ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করে মাননীয় প্রধানমন্ত্রীর সেই আকাঙ্ক্ষা পূরণ করেছেন। আমি এ জন্য প্রধানমন্ত্রী ও দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি ফরিদগঞ্জের সাধারণ নাগরিক, ভোটার ও আমার দলীয় নেতা-কর্মী যাঁরা নির্বাচনের এই প্রক্রিয়ায় অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের প্রতিও আমার কৃতজ্ঞতা। একইসঙ্গে আমি ফরিদগঞ্জবাসীর কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেসব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো।
এদিন নেতা-কর্মী ও এলাকাবাসী সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আলী আক্কাস পাটওয়ারী, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য খাজে আহমেদ মজুমদার, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান (শাহীন) ও যুগ্ম-আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, সাবেক উপজেলা যুবলীগের আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী, আওয়ামিলীগ নেতা জাহাঙ্গীর পালোয়ান, অ্যাডভোকেট কামরুল ইসলাম রোমান প্রমুখ।