চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন প্রখ্যাত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান। ফলাফল ঘোষণার পর থেকেই পুনঃনির্বাচিত (এমপি) মুহম্মদ শফিকুর রহমান এই আসনের নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন, ফুলেল শুভেচ্ছায় বরণ হচ্ছেন সর্বত্র। বুধবার (১৭ জানুয়ারী) সকাল থেকে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা, পাটোয়ারীএবং শোল্লা , মুন্সিরহাট, কামতা, গল্লাক,গুপ্টি, খাজুরিয়া ও আষ্টা এলাকার নেতাকর্মী ও সাধরন জরগণের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো শুরু করেন। সেখানে উপজেলাবাসীর ভলোবাসায় সিক্ত হন তিনি।
এসময় পুনঃনির্বাচিত এমপি মুহম্মদ শফিকুর রহমান বলেন, সর্বপ্রথম আমি আমার উপজেলার ভোটারদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে আপনাদের ভোটে জয়ী করেছেন। তাই সংসদ সদস্য হিসেবে সবসময় আমি আপনাদের একজন হয়ে থাকতে চাই। আপনাদের সেবায় সব সময় নিয়োজিত রাখবো নিজেকে। তিনি আরো বলেন, এর আগে আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর ফরিদগঞ্জে সর্বাধিক উন্নয়ন করার চেষ্টা করেছি। এবার পুনঃনির্বাচিত হওয়ার পর এখন সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। তবে জনপ্রতিনিধি হিসেবে আবার আপনাদের পাশে থাকার যে সুযোগটা পেয়েছি, তার জন্য বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। তিনি আমাকে নৌকা প্রতীক না দিলে, আমি বুঝতে পারতাম না আপনারা আমাকে এতো ভালোবাসেন। তাই আমিও আপনাদের সেই ভালোবাসার মর্যাদা রক্ষা করার জন্য সব সময় চেষ্টা করবো। এখন আমার মূল লক্ষ্য হবে গত ৫ বছরে যে উন্নয়নগুলো করেছি, তার পরবর্তী কাজ গুলো শেষ করে উপজেলাকে দেশের প্রধান মডেল উপজেলা হিসাবে গড়ে তোলা। এছাড়াও সংসদীয় এলাকাকে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং সন্ত্রাসমুক্ত এলাকা হিসাবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য খাজে আহমেদ মজুমদার, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, সাবেক উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, আওয়ামিলীগ নেতা জিএম হাসান তাবাসসুম প্রমুখ।