ফরিদগঞ্জে আবারো ডাকাতির ঘটনা ঘটেছে। তবে এবার ডাকাত দল ইউপি সদস্য পরিচয় দিয়ে এক সেনা সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটায়।
উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাউনিয়া গ্রামের বক্সি বাড়িতে বৃহষ্পতিবার (১৮ জানুয়ারি) রাতে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, বৃহষ্পতিবার (১৮ জানুয়ারি) রাতে পশ্চিম কাউনিয়া গ্রামের বক্সি বাড়ির সেনা সদস্য ফারুক হোসেনের ঘরে ডাকাত দল স্থানীয় মেম্বার তথা ইউপি সদস্য এসেছেন বলে দরজা খুলতে বলে। ফারুক হোসেনের পিতা আবুল কালাম সরল বিশ্বাসে দরজা খুলে দিলে ডাকাত দলের তিন সদস্য দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে আবুল কালাম ও তার স্ত্রীর হাত-পা বেঁধে ফেলে। পরে ঘরে থাকা আলমারি ও সৌকেসের তালা ভেঙ্গে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন সেট এবং নগদ ৪ লক্ষাধিক টাকা নিয়ে ডাকাতরা যাওয়ার সময়ে বাইরে থেকে দরজার সিটিকিনি আটকিয়ে যায়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে এবং ৯৯৯ ফোন দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগী মামলা দায়েরর প্রস্তুতি নিচ্ছে।