চাঁদপুর জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সভা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
২০ জানুয়ারি শনিবার বিকালে শহরের বাসস্ট্যান্ডে এ সভা করা হয়।
সভায় চাঁদপুর জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অমরেশ দত্ত জয় এর পরিচালনায় বক্তব্য রাখেন বিএমএসএফ চাঁদপুর জেলা কমিটির সহসভাপতি এরশাদ খান, শাহ আলম মল্লিক,যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসাইন, মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী,অর্থ সম্পাদক সুজন দাস, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম রিংকু, প্রচার ও দপ্তর সম্পাদক মুছা তপাদারসহ অন্যরা।
সভায় সংগঠনের স্বার্থে সকলে মিলে কমিটির দায়িত্ব পুনঃর্বন্টন করে ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করেন। একই সাথে সংগঠনের সদস্যদের জন্য চাঁদা নির্ধারণসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়।