ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়ায় আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা ও লুটপাটের মামলার প্রধান আসামী মোঃ রহিম ওরফে সেলিম (৪০) কে গ্রেফতার করা হয়েছে। গত ৩০ জানুয়ারী দিবাগত রাতে মোঃ রহিমের নেতৃত্বে ২০-২৫জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে জমি দখল করতে গেলে মোঃ আশরাফুর রহমান শ্বাওনের ঘরের ভিতর প্রবেশ করে ভাংচুর ও লুটপাট করে তারা। ওই ঘটনার মামলার প্রধান আসামী মোঃ রহিমকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, ধানুয়া গ্রামে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন মোঃ আশরাফুর রহমান শ্বাওনের পরিবারের সদস্যরা। সম্প্রতি তাদের জমি দখলে নেওয়ার চেষ্টা কালে শ্বাওনের ঘর ভাংচুর করে মোঃ রহিম ও তার সাঙ্গ-পাঙ্গরা। এ ঘটনায় মোঃ আবু তাহের (৩৬) নামে একজন ফরিদগঞ্জ থানায় বাদী হয়ে মামলা দায়ের করে।
সোমবার (৫ ফেব্রুয়ারী) সেই মামলার প্রধান আসামী মোঃ রহিমকে গ্রেফতার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। মামলার আয়ু ফরিদগঞ্জ থানার এস আই সুমন মিয়া বিষয়টি নিশ্চিত করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক মোঃ রহিমকে থানা হেফাজতে রাখা হয়েছে। এদিকে এ ঘটনার পর থেকে বাদীপক্ষের লোকজন নিরাপত্তাহীনতায় রয়েছেন। মামলা তুলে নিতে তাদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন বাদী মোঃ আবু তাহের।