সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্যা, সম্ভবনা, ক্রীড়া, সংস্কৃতি, অনিয়ম, দুর্নীতিসহ সকল কিছু গণমাধ্যমে ধরনের সাংবাদিক তথা গণমাধ্যম কর্মীরা। এসব কাজ করতে গিয়ে সফলতা অর্জন করেন, আবার বিপরীত চিত্রও দেখতে হয়। হুমকি ধমকি, মামলা হামলা নান কিছু ভোগ করতে হয় তাদের। এসব কিছুই তাদের পরিবারের সদস্যদের উপর দিয়ে বয়ে যায়। ভাল ও খারাপ দুই সময়ে তারা থাকেন পিছনে। দৈনিক যুগান্তরের ২৫ বছর পদার্পন উপলক্ষে পাঠক সংগঠন স্বজন সমাবেশ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা শাখা ব্যতিক্রমিক উদ্যোগ নেয়। সাংবাদিক পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটার উৎসব করার সিদ্ধান্ত নিয়ে।
সেই হিসেবে শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদগঞ্জে প্রায় অর্ধশত সাংবাদিক পরিবারের তিন শতাধিক সদস্যদের উপস্থিতিতে আলোচনা সভা ও কেক কাটা হয়।
উপজেলা সদরস্থ শাহজাহান কবির বাংলোতে স্বজন সমাবেশ ফরিদগঞ্জ শাখার সভাপতি কামরুল হাসান সাউদের সভাপতিত্বে ও যুগান্তর প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জি এস তছলিম আহমেদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটস, সহসভাপতি এম কে মানিক পাঠান, মো: মহিউদ্দিন, এ কে এম সালাউদ্দিন, মশিউর রহমান, আমান উল্লাহ আমান, যুগ্মসম্পাদক নারায়ন রবিদাস প্রমুখ। এসময় প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে যুগান্তরের দীর্ঘায়ু কামনা করে বলেন,স্বজন সমাবেশ এধরনের আয়োজন করে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মূল্যায়ন করেছে। এটা একটি শিক্ষনীয় বিষয়। অনেক অনুষ্ঠাানে আমরা জনপ্রতিনিধি বা প্রশাসনের লোকজন উপস্থিত থাকি। কিন্তু যারা আমাদের কথাগুলো গণামাধ্যমে তুলে ধরেন তাদের কথা কেউ লেখে না। তাদেরও পরিবারে কথা কেউ চিস্তা করে না। যুগান্তর স্বজন সমাবেশ করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা।