শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের প্রত্যাশী রুস্তুম আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের পুনঃনির্বাচিত সংসদ সদস্য প্রখ্যাত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, মাদক আমাদের একটি জাতীয় সমস্যা। এই সমস্যা থেকে উত্তরণের একমাত্র পথ গণসচেতনতা তৈরি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা। এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। নিয়মিত ক্রীড়ানুষ্ঠান এবং সাহিত্য-সাংস্কৃতিক চর্চা অব্যাহত থাকলে শিক্ষার্থী মুঠো ফোন নির্ভরতা থেকে মুক্তি পাবে। একই সাথে মাদকের ভয়াল থাবা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কায়েম পারভেজ লাবলুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমানের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য খাজে আহমেদ মজুমদার, ইউপি চেয়ারম্যান শাহআলম শেখ, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান (শাহীন), ফরিদগঞ্জ রোটারি ক্লাবের প্রেসিডেন্ট রোটা: কামরুল হাসান সাউদ,আওয়ামীলীগ নেতা পুতুল সরকার ও সোহেল হোসেন রাজু, অ্যাড. কামরুল ইসলাম রোমান প্রমুখ।
আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।