বর্ণাঢ্য আয়োজনে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা ও সামাজিক সংগঠন “প্রজ্জ্বলন” এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী বাচ্চাদের নিয়ে খেলা,আলোচনাসভা, সংবর্ধনা, সম্মাননাসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
শুক্রবার (৮ মার্চ) সকাল ১১ টায় ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে আয়োজিত ‘প্রজ্জ্বলন’ এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল । সংগঠন প্রজ্জ্বলন’র প্রতিষ্ঠাতা ও সভাপতি খাদিজা তাসনীম এর সভাপতিত্বে ও শামীম হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশীদ পাঠান , সাবেক সভাপতি কামরুজ্জামান, ফরিদ আহমেদ রিপন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাংবাদিক নাসির পাঠান, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের ইংরেজি প্রভাষক রাজশ্যাম কুড়ি, আয়কর আইনজীবী আব্দুর রহমান, সোহেল দেওয়ান প্রমূখ।
সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা ও সামাজিক সংগঠন প্রজ্জ্বলনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১টি মেধাবী শিক্ষার্থীকে ১ বছরের শিক্ষা উপকরণ বিতরণ, উপজেলার ৬টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সামাজিক স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান, নিয়মিত শিক্ষক সম্মাননা, প্রেসক্লাবের সাবেক সভাপতি সংর্বধনা,পুরস্কার বিতরনী এবং কেক কাটার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ, স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ,অর্নিবান রক্তাদান সংগঠনের সদস্যবৃন্দ,ম্যাজিক বোর্ড স্কুলের পরিচালক, মানবসেবা সংস্থা এইচ এস ও এর সদস্যবৃন্দ,হাদিয়া ফাউন্ডেশনের সদস্যবৃন্দ,প্রজ্জ্বলনের সহ-সভাপতি তৌহিদুর রহমান রণি, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম রাসেল, দপ্তর সম্পাদক মাহবুব হোসেন,নির্বাহী সদস্য রেদোয়ান, শিক্ষক প্রতিনিধি সাইবুর রণি,আল আমিন, মিতানুর আক্তারসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।