বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সাবেক সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী খাজে আহমেদ মজুমদার বলেছেন, ইতিহাস ও ঐতিহ্যের ধারক বাংলাদেশ আওয়ামীলীগ জন্মগত ভাবেই অসাম্প্রদায়িক মনোভাবের রাজনৈতিক দল। তাই যুগ যুগ ধরে এদেশের মানুষ যখনই আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, তখনই সুখে শান্তিতে ছিল। আমাদের সনাতন ধর্মালম্বী ভাই বোনেরাও তাই এই রাজনৈতিক দলের প্রতি এসব কারণেই দুর্বল। জাতির পিতা বঙ্গবন্ধুর রেখে যাওয়া অসমাপ্ত কাজ শেষ করতে এবং আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারই যোগ্য উত্তরসুরি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দীপ্ত পদক্ষেপে এগিয়ে চলেছেন। ফরিদগঞ্জ আসনে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে এইসব কাজ করে যাচ্ছেন আমাদের সকলের প্রিয় মানুষ বীরমুক্তিযোদ্ধা জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রখ্যাত সাংবাদিক মুহুম্মদ শফিকুর রহমান। বিগত ৫ বছরে তিনি উপজেলার অনেক মন্দিরের সংস্কারে অর্থ বরাদ্দ দিয়েছেন। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। আমি এবং সাথে যারা রয়েছেন তারা সকলেই এমপি মহোদয়ের সহযাত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মুহম্মদ শফিকুর রহমানের নিরলস কাজকে এগিয়ে নিতে আপনাদের সহযোগিতা ও দোয়া প্রার্থনা করছি।
আমরা আওয়ামীলীগের সেবক হিসেবে আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। আমাদের উদ্দেশ্য একটাই আগামীর স্মার্ট বাংলাদেশ হবে সকল ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের বসবাস যোগ্য একটি বাসস্থান। যেখানে থাকবেনা কোন অভাব অভিযোগ, সকল মানুষ সুখে থাকবে। উন্নয়নের জোয়ার বইবে সমান তালে। আজকে আপনাদের এই ধর্মসভায় এসে সহমর্মিতা জ্ঞাপন সেই আদর্শের বহি:প্রকাশ।
সোমবার (২৫ মার্চ) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের আষ্টা কুরি বাড়ির বাৎসরিক উৎসবে বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথাগুলো বলেন।
স্থানীয় মন্দির কমিটির সভাপতি সজিব কুরির সভাপতিত্বে এসময় অতিথি হিসবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাড. মোহাম্মদ আলী মজুমদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক লিটুন কুমার দাস, সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক তপন মজুমদার, সাংগঠনিক সম্পাদক নারায়ন রবিদাস, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজান ভদ্র, সাংগঠিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন আখন্দ, উপজেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব গনেশ লোধ, এমপি প্রতিনিধি আ: সাত্তার পাটওয়ারী, রাশেদ বেপারী।