ফরিদগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে স্থানীয় ৩ হাজার নিম্নআয়ের মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক তোফায়েল আহমেদ ভূঁইয়া।
শনিবার ( ৩০ মার্চ) সকালে মানুষের মাঝে তিনি শাড়ী, পাঞ্জাবী, লুঙ্গী ও থ্রী-পিজ বিতরণকালে উপস্থিত সবার উদ্দেশ্যে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমুখী কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন বাস্তবায়ন এবং বাংলাদেশকে বিশ্বে একটি আধুনিক ও উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন। তার এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এইদিন তিনি ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন ও ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের প্রায় ৩ হাজার মানুষের মাঝে ঈদ পোশাক বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ইউনুস পাটওয়ারী, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য ইবরাহীম মৃধা, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আনোয়ার হোসেন (রতন), ৪ ওয়ার্ড ইউপি সদস্য আনোয়ার, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য শফিকুল ইসলাম, ২নং ওয়ার্ড ইউপি সদস্য হাসান আলী, ১নং ওয়ার্ড ইউপি সদস্য জহীরুল ইসলাম, ১,২,৩নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য হাফসা মরিয়ম, ৪,৫,৬নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য শাহনাজ আক্তার, ৭,৮,৯নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য পারভীন আক্তার। এছাড়াও ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড ইউপি সদস্য আশিকুর রহমান, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোরশেদ পাটওয়ারী, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আমীর হোসেন, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য হুমায়ূন আহমেদ, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মিজান খান, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য শাহরিয়ার শরীফ, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য ফারুক হোসেন, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য বাসেত ও ১,২,৩নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য সাজেদা বেগম, ৪,৫,৬নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য খুকি বেগম, ৭,৮,৯নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য হাজেরা বেগমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।