উন্নয়নের স্বার্থে সকলকে এক ও অভিন্ন হয়ে কাজ করার আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খাজে আহমেদ মজুমদার।
এসময় তিনি বলেন, আমাদের সংসদ সদস্য প্রখ্যাত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান ফরিদগঞ্জ উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাচ্ছেন। গত ৫ বছরে তিনি যেসকল উন্নয়ন করেছেন তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। আজ আপনারা জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্যরা সকলে একত্রিত হয়ে পাশে থাকার যেই ঘোষনা দিয়েছেন তাতে উন্নয়ন ধারা আরো বেগবান হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, সামনের দিনগুলোতে আমি যেন আপনাদের পাশে থাকতে পারি।
সোমবার (১লা এপ্রিল) ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়ন পরিষদে আয়োজিত প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যগণের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসকল কথা বলেন।
প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলামের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান হাচান আলী ও ইউপি সদস্য ইউনুছ পাটওয়ারীর যৌথ পরিচলনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুকী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাজিম উদ্দিন পাটওয়ারী, আওয়ামীলীগ নেতা নুরের রহমান সুমন, সংসদ সদস্যের প্রতিনিধি নজরুল ইসলাম সুমন, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী,উপজেলা আওয়ামী যুবলীগের বর্তমান আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম।
এসময় ইউপি সদস্য সফিকুর রহমান, আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন রতন, ইদ্রিছ বেপারী, ইব্রাহিম মৃধা, ওমর ফারুক লিটন, সংরক্ষিত আসনের ইউপি সদস্য হাফছা মরিয়ম, শাহানাজ বেগম ও পারভীন আক্তার এবং ইউপি সচিব বিমল সাহাসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।