ফরিদগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে নিম্নআয়ের ১ হাজার মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক তোফায়েল আহমেদ ভূঁইয়া।
সোমবার (১ এপ্রিল) সকালে পশ্চিম গাব্দেরগাঁও গ্রামে তার নিজ ভবনের সামনে ঈদ উপহার হিসেবে শাড়ী, পাঞ্জাবী, লুঙ্গী ও থ্রী-পিজ বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, ১৪নং ফরিদগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মেঃ ইমরান হোসেন, ২নং ওয়ার্ড ইউপি সদস্য সাইফুল ইসলাম,৪নং ওয়ার্ড ওয়ার্ড ইউপি সদস্য নান্টু, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য রফিকুল ইসলাম (বাচ্চু), ৪,৫,৬ নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য শিরিনা, ৭,৮,৯ নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য জাহানারাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।