পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চাঁদপুরের ফরিদগঞ্জে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা আওয়ামী যুবলীগের প্রধান কার্যালয়ে এসকল ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু সুফিয়ান শাহীন।
এইদিন সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার প্রায় ৩ হাজার অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পবিত্র ইদুল ফিতরকে সামনে রেখে এসকল ঈদ সামগ্রী পেয়ে খুশি হোন উপকার ভোগীরা।
বিতরণকালে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস ও দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে শান্তি প্রিয় উপজেলা গড়ে তুলতে চেয়ে সকল শ্রেণী পেশার মানুষ ও বিশেষ ভাবে যুব সমাজ ও তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
এসময় ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, সাবেক কাউন্সিলর আবুল হোসেন গাজী, উপজেলা যুবলীগের সদস্য জিল্লুর রহমান দিপু, রাসেল মিয়াজি, পৌর যুবলীগ নেতা হৃদয় কাজী, হৃদয় মিজি, রানাসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।