প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যতদিন দেশ পরিচালিত হবে, ততদিন বাংলাদেশের সমৃদ্ধি ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ আওয়ামিলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী খাজে আহমেদ মজুমদার।
সোমবার (৮ এপ্রিল) উপজেলা আওয়ামী যুবলীগের প্রধান কার্যালয়ে পৌর ছাত্রলীগের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে পৌর ছাত্রলীগের সভাপতি গাজী আলী নেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চেয়ারম্যান প্রার্থী খাজে আহমেদ মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৫ বছরে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে সারাবিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে৷ শুধু উন্নয়ন কর্মকাণ্ডই নয়, প্রধানমন্ত্রী অবহেলিত ও কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য নানা সুবিধার ব্যবস্থা করে দিয়েছেন।
খাজে আহমেদ মজুমদার আরও বলেন, শেখ হাসিনা আছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে, প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠী সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন। দেশের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামীতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।
ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, একটা নীতি ও আদর্শ নিয়ে ছাত্রলীগকে পরিচালিত হতে হবে। এর মাধ্যমেই আগামীতে দেশ পরিচালনায় যোগ্য নেতৃত্ব পাওয়া যাবে। আগামী দিনের নেতৃত্ব যেন প্রজন্মের পর প্রজন্মের একটি ধারাবাহিকতায় আসে। আর এ নেতৃত্ব যেন ছাত্রলীগের মধ্য দিয়ে তৈরি হয়, সে লক্ষ্যে প্রস্তুতি নিতে হবে। আদর্শ ও নীতি ছাড়া কোনোদিন নেতৃত্ব তৈরি হয় না। নীতি ছাড়া কেউ কোনোদিন মানুষের কল্যাণে কাজ করতে পারে না। জাতিকে কিছু দিতে পারে না। নীতি ও আদর্শ ছিল বলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য অবদান রাখতে পেরেছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় গাজীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসাইন পালোয়ান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল ইসলাম সাউদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম পাটওয়ারী, পৌর ছাত্রলীগের সদস্য মোঃ সজিব, মাহমুদুল হাসান কিরন, মো শাওন, আবদুর রাহীম প্রমুখ।