ফরিদগঞ্জকে সুসজ্জিত করার লক্ষ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার।
বুধবার (১ মে) বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ মোনায়েম খানের সভাপতিত্বে গোবিন্দপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে, উত্তর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ঈদ পরবর্তী পূর্নমিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
চেয়ারম্যান প্রার্থী খাজে আহমেদ মজুমদার বলেন, মোঃ শফিকুর রহমান এমপির নেতৃত্বে ফরিদগঞ্জে ধারাবাহিকভাবে উন্নয়ন কর্মকান্ড চলছে। এসব কর্মকাণ্ডকে আরো বেগবান করতে আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছি। মূলত আপনাদের পাশে থাকার জন্য উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছি। আশা করি আপনাদের ভালোবাসায় এবং ভোটের মাধ্যমে আমি আপনাদের একজন হয়ে থাকতে পারবো। আপনাদের সাথে নিয়ে ফরিদগঞ্জকে সুসজ্জিত করবো।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরীর পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন, চেয়াম্যান হাজী শাহ আলম শেখ,সাবেক চেয়ারম্যান কায়েম পারভেজ লাভলু, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, কামরুল হাসান সউদ,গুপ্টি পুর্ব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজান ভদ্র, বালিথুবা পুর্ব ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বিল্লাল মাস্টার, সংসদ সদস্যের প্রতিনিধি পুতুল সরকার, সোহেল হোসেন রাজু, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হেলাল রাঢ়ি, আ’লীগের সহ-সভাপতি বসু মিজি,দপ্তর সম্পাদক তপন মজুমদার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মজনু, কামরুল হাসান সরকার,জাকির হোসেন খান,আবদুল আহাদ জুয়েল খান, আব্দুল হান্নান, মুনসুর আহমেদ ইউনিয়ন আ’লীগের নেতা ইয়াসিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি জসিম উদ্দিন, ইউনিয়ন সভাপতি নুরুজ্জামান সোহাগ, সাধারন সম্পাদক মানিক চৌধুরী।