জানা যায়, হাজী মোহাম্মাদ আব্দুল আউয়াল শুক্রবার (০৩ মে)বিকাল ৫:৩০ মিনিটের দিকে তার নিজ বাড়ীতে মারা যায়।
সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান এক শোক বিবৃতিতে হাজী মোহাম্মাদ আব্দুল আউয়াল-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি তার আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
পারিবারিক সূত্রে জানা যায় মরহুমের দুইটি জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, প্রথমটি ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে সকাল ১০ ঘটিকায় এব শেষটি হবে মরহুমের নিজ এলাকায়।