আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে চিংড়ি প্রতীকের প্রার্থী বাংলাদেশ আওয়ামিলীগের ত্রাণ ও সমাজ-কল্যাণ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদারকে অভ্যর্থনা জানিয়েছেন হাজার হাজার জনতা। এসময় স্থানীয়দের প্রতি খোলা জিপ থেকে হাত নেড়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রার্থী খাজে আহমেদ মজুমদার।
প্রতীক পাওয়ার পর থেকেই পুরো উপজেলায় শুরু হয়েছে প্রার্থীদের উৎসবমুখর প্রচারণা। সোমবার (১৩ মে) প্রচারের প্রথম দিনেই প্রতীক নিয়ে প্রচারে নামেন তিনি।
চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে চিংড়ি প্রতীক নিয়ে তিনি নির্বাচনী এলাকা ফরিদগঞ্জে গেলে। সেখানে পৌঁছার আগে পথিমধ্যে তাকে ঘিরে উৎসুক জনতার উপস্থিতে তা আনন্দ শোভাযাত্রার পরিণত হয়। তাতে অংশ নেন মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের নেতাকর্মীসহ হাজার হাজার জনতা। উৎসব আনন্দে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করেন তারা।
এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, উন্নয়নের গতিধারাকে এগিয়ে নিতে আপনারা আগামী ২৯মে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করবেন। আমার মার্কা চিংড়ি। আমার বিশ্বাস চিংড়ির বিজয়ের মাধ্যমে আপনারা উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। আজকে প্রতীক বরাদ্দ পেয়ে প্রথমেই আপনাদের মাঝে ছুটে এসেছি। আপনাদেরও বিপুল উপস্থিতি আমাকে অনুপ্রানিত করেছে। আমার বিশ্বাস আজকে চিংড়ির সমর্থনে যে স্রোত দেখলাম তা আমাকে আগামী ২৯মে উপজেলার ১১৮টি কেন্দ্রেই বিজয়ী হওয়ার স্বপ্ন দেখাচ্ছে।
পরে আনন্দ শোভাযাত্রাটি ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড, উপজেলা চত্বরসহ বিভিন্ন রোড হয়ে তার বাসভবনে গিয়ে শেষ হয়।