ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের দেইচর খান বাড়ির বাসিন্দা চান্দ্রা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক , চান্দ্রা বাজার ব্যবসায়ী কমিটির উপদেষ্টা, চাঁদপুর মিডল্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা চাঁদ খান’র দাফনকাজ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৭ মে) তার গ্রামের বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহি অফিসার মৌলি মন্ডলের নেতৃত্বে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রদীপ মন্ডলসহ ফরিদগঞ্জ থানার পুলিশ সদস্যগন।
এ ছাড়া ও উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযুদ্ধের কমান্ডার সহিদউল্লা তপাদার, ডেপুটি কমান্ডার সরোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বি এম এর সাবেক সভাপতি হারুনুর রশিদ সাগর, আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, চান্দ্রা বাজার ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ জানাজায় উপস্থিত ছিলেন।
সকাল ১১.৩০ মিনিটে তার গ্রামের বাড়িতে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। বাদ জুম্মা চাঁদপুর সরকারি কলেজ সংলগ্ন মসজিদের পাশে ২য় জানাযা শেষে চাঁদপুর পৌর কবরস্থানে তার দাফন করা হয়। মৃত্যু কালে তিনি দুই সন্তান নাতি নাতনী সহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুনীজন রেখে যান। তার মৃত্যুতে ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইউনিয়ন আওয়ামী লীগ শোক প্রকাশ করেন।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা চাঁদ খান ১৬ ই মে ২৪ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬.১৫ মি. ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন।