1. chandpurmedia@gmail.com : chandpurmedia chandpurmedia : chandpurmedi chandpurmedia
  2. info@www.chandpurmedia.com : news :
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজে যারা সম্পৃক্ত হবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, দল থেকে বহিস্কার করা হবে —— আলহাজ্ব এমএ হান্নান দ্বিতীয়বারের মতো ১৩০টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ-সাহায্য পৌঁছে দেন ফরিদগঞ্জ ফ্রেন্ড ফোরাম ফরিদগঞ্জে পানিবন্দী মানুষকে তিন দিন খাদ্য দিলেন মোতাহার হোসেন পাটওয়ারী ফরিদগঞ্জে জাতিয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি এ্যাডভোকেট আব্বাসের ত্রাণ বিতরণ জলাবদ্ধ মানুষের সহায়তায় অবিরাম ছুটে চলছে রামগঞ্জের শায়েখ মুসলিম ছাত্র সংসদ জলাবদ্ধ মানুষের সহায়তায় অবিরাম ছুটে চলছে ফরিদগঞ্জ ফ্রেন্ডস ফোরাম ফরিদগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি ও শহীদ ছাত্রদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ফরিদগঞ্জে সাবেক বিএনপি নেতা জয়নাল আবেদিনের মৃত্যু বার্ষিকীতে বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন আগামীর দেশ হবে সাম্যের বাংলাদেশ ——– সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশীদ আগামীর দেশ হবে সাম্যের বাংলাদেশ ——– সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশীদ

সাংবাদিকতার অপর নাম হচ্ছে সংগ্রাম —— প্রখ্যাত সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি।

মুহাম্মাদ আল আমীন সাইফ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

চাঁদপুর প্রবাহের দুই যুগে পদার্পণে ফরিদগঞ্জে কেক কাটা, আলোচনা সভা ও সংবর্ধনা

সাংবাদিকতার অপর নাম সংগ্রাম।
সঠিক তথ্য সংগ্ৰহ করতে গিয়ে সংবাদকর্মীদের নানা প্রতিকূলতার সাথে যুদ্ধ করতে হয়। সত্য ও ন্যায়ের পথে কাজ করাই সাংবাদিকতা। চাঁদপুর প্রবাহের দুই যুগে পদার্পন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রখ্যাত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান এমপি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, সকল ধরে অসঙ্গতি তুলে ধরতে হবে পত্রিকায়। সংবাদ লিখনির মাধ্যমে সমাজের অপসংস্কৃতি দূর করতে হবে। চাঁদপুর প্রবাহ দীর্ঘ ২ যুগ ধরে সঠিকভাবে সমাজের অপসংস্কৃতি ও অসংগতি নিয়ে লিখে আসছে আগামীতেও এই ধারা অব্যাহত রাখবে।

বুধবার (১০ জুলাই) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুর জেলার বহুল আলোচিত পাঠকপ্রিয় পত্রিকা চাঁদপুর প্রবাহের দুই যুগে পদার্পণ উপলক্ষে আলোচনা, কেক কাটা এবং নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা দেওয়া হয়।

ফরিদগঞ্জ পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল, থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহিন, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকবর হোসেন মনির, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম।

প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর প্রবাহের প্রধান বার্তা সম্পাদক আল ইমরান শোভন, পত্রিকার যুগ্ম সম্পাদক হাসান মামুদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন পাটোয়ারী, চাঁদপুর প্রবাহের ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি মুহাম্মাদ আল আমীন সাইফ, শিমুল হাছান, আমান উল্লাহ আমান।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তালহা জুবায়ের, চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র সহ- সভাপতি কবির হোসেন মিজি ও সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান, ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মানিক পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আব্দুস সোবহান লিটন, সাংবাদিক আলি হায়দার পাঠান টিপু, এস এম ইকবাল, জাকির হোসেন সৈকত, মেহেদী হাসান, ফাহাদ খান ও ফরিদগঞ্জ ম্যাগাজিন হাউসের স্বত্বাধিকারী মাওলানা তাজুল ইসলাম’।

এসময় চাঁদপুর প্রবাহ পত্রিকার পক্ষ থেকে নব-নির্বাচিত চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার ও ভাইস চেয়ারম্যান আকবর হোসেন মনির এবং মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগমকে ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং