বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশ মোতাবেক এবং ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের আহ্বানে গণঅভ্যুথ্যানের পরবর্তী সময়ে দেশব্যাপি বিশৃংখল পরিস্থিতি রুখতে এবং বিএনপির নেতাকর্মীদের সজাগ রাখতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করেছে।
বুধবার (৭ আগস্ট) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম চৌধুরী, মজিবুর রহমান দুলাল, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, ডাঃ আবুল কালাম আজাদ, আবু সালেহ খসরু মোল্লা, আব্দুল খালেক পাটোয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, জামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: আরিফ পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জু, পৌর ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনসহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
শরীফ মোহাম্মদ ইউনুছ বলেন, গত ১৭ বছর ধরে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী নিদারুণ নিপিড়িন সহ্য করেছে। মিথ্যা মামলায় বছরের পর বছর সাজা কেটেছেন। ছাত্র জনতার আন্দোলনের সাথে বিএনপির নেতাকর্মীরা তাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে ফ্যাসিবাদী হাসিনা সরকারকে হটাতে সক্ষম হয়েছি। আমরা এখন আমরা নতুন বাংলাদেশে রয়েছি। এই অর্জনকে সমুন্নত রাখতে কোন ভাবেই বিশৃংখল পরিস্থিতি হতে দেয়া যাবে না। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান ইতিমধ্যেই নিদের্শ দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐকবদ্ধ ভাবে এসব মোকাবেলার করার। কোন ভাবেই আমাদের সম্প্রীতি ভঙ্গ করা যাবে না। দুর্বৃত্তরা দলের ভিতের প্রবেশ করে মানুষের জানমালের ক্ষতি করবে আমরা তা কোন ভাবেই মেনে নিবো না। আপনারা নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন এবং সতর্ক দৃষ্টি রাখবেন যেন আমাদের এই অর্জন যেন বিফলে না যায়।