1. chandpurmedia@gmail.com : chandpurmedia chandpurmedia : chandpurmedi chandpurmedia
  2. info@www.chandpurmedia.com : news :
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফরিদগঞ্জে ইউএনও অফিসের ভেতরে প্রধান শিক্ষক কাজল মারধরের শিকার ফরিদগঞ্জে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ভাইকে নিয়োগ দিতে অধ্যক্ষের জালিয়তি, ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসায় ফকিহ ও মুহাদ্দিস পদে নিয়োগ পরিক্ষায় ব্যাপক অনিয়ম তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি পরিবারকে অমানবিক নির্যাতন! থানায় অভিযোগের ৭ দিনেও মিলছেনা বিচার নতুন দেশ গড়তে আসুন একসঙ্গে কাজ করি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজে যারা সম্পৃক্ত হবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, দল থেকে বহিস্কার করা হবে —— আলহাজ্ব এমএ হান্নান দ্বিতীয়বারের মতো ১৩০টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ-সাহায্য পৌঁছে দেন ফরিদগঞ্জ ফ্রেন্ড ফোরাম ফরিদগঞ্জে পানিবন্দী মানুষকে তিন দিন খাদ্য দিলেন মোতাহার হোসেন পাটওয়ারী ফরিদগঞ্জে জাতিয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি এ্যাডভোকেট আব্বাসের ত্রাণ বিতরণ জলাবদ্ধ মানুষের সহায়তায় অবিরাম ছুটে চলছে রামগঞ্জের শায়েখ মুসলিম ছাত্র সংসদ

নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন এবং সতর্ক দৃষ্টি রাখবেন যেন আমাদের এই অর্জন যেন বিফলে না যায়। ——— শরীফ মোহাম্মদ ইউনুছ

মুহাম্মাদ আল আমীন সাইফ
  • প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশ মোতাবেক এবং ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের আহ্বানে গণঅভ্যুথ্যানের পরবর্তী সময়ে দেশব্যাপি বিশৃংখল পরিস্থিতি রুখতে এবং বিএনপির নেতাকর্মীদের সজাগ রাখতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করেছে।

বুধবার (৭ আগস্ট) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম চৌধুরী, মজিবুর রহমান দুলাল, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, ডাঃ আবুল কালাম আজাদ, আবু সালেহ খসরু মোল্লা, আব্দুল খালেক পাটোয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, জামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: আরিফ পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জু, পৌর ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনসহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

শরীফ মোহাম্মদ ইউনুছ বলেন, গত ১৭ বছর ধরে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী নিদারুণ নিপিড়িন সহ্য করেছে। মিথ্যা মামলায় বছরের পর বছর সাজা কেটেছেন। ছাত্র জনতার আন্দোলনের সাথে বিএনপির নেতাকর্মীরা তাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে ফ্যাসিবাদী হাসিনা সরকারকে হটাতে সক্ষম হয়েছি। আমরা এখন আমরা নতুন বাংলাদেশে রয়েছি। এই অর্জনকে সমুন্নত রাখতে কোন ভাবেই বিশৃংখল পরিস্থিতি হতে দেয়া যাবে না। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান ইতিমধ্যেই নিদের্শ দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐকবদ্ধ ভাবে এসব মোকাবেলার করার। কোন ভাবেই আমাদের সম্প্রীতি ভঙ্গ করা যাবে না। দুর্বৃত্তরা দলের ভিতের প্রবেশ করে মানুষের জানমালের ক্ষতি করবে আমরা তা কোন ভাবেই মেনে নিবো না। আপনারা নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন এবং সতর্ক দৃষ্টি রাখবেন যেন আমাদের এই অর্জন যেন বিফলে না যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং