1. chandpurmedia@gmail.com : chandpurmedia chandpurmedia : chandpurmedi chandpurmedia
  2. info@www.chandpurmedia.com : news :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফ্যাসিবাদ এবং তাদের দোসররা গাফটি মেরে বসে আছে সুযোগ পেলেই বের হয়ে আসবে ………….. বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের যুবকের মৃত্যু ফরিদগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছে একঝাঁক শিক্ষার্থী ফরিদগঞ্জে সওজ এর জমি দখল করে দোকান-সৌচাগার ও মসজিদ নির্মাণ ফরিদগঞ্জে ইউএনও অফিসের ভেতরে প্রধান শিক্ষক কাজল মারধরের শিকার ফরিদগঞ্জে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ভাইকে নিয়োগ দিতে অধ্যক্ষের জালিয়তি, ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসায় ফকিহ ও মুহাদ্দিস পদে নিয়োগ পরিক্ষায় ব্যাপক অনিয়ম তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি পরিবারকে অমানবিক নির্যাতন! থানায় অভিযোগের ৭ দিনেও মিলছেনা বিচার নতুন দেশ গড়তে আসুন একসঙ্গে কাজ করি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজে যারা সম্পৃক্ত হবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, দল থেকে বহিস্কার করা হবে —— আলহাজ্ব এমএ হান্নান

জলাবদ্ধ মানুষের সহায়তায় অবিরাম ছুটে চলছে ফরিদগঞ্জ ফ্রেন্ডস ফোরাম

মুহাম্মাদ আল আমীন সাইফ
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে প্রবল বন্যা দেখা দিয়েছে দেশের দক্ষিণাঞ্চলের জেলা ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে।

সেই পানির প্রবল চাপ পড়েছে পাশের জেলা কুমিল্লা ও চাঁদপুরে। এছাড়াও গত রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দিনরাত টানা বর্ষণে মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ফরিদগঞ্জ উপজেলায়। যার ফলে বন্যায় কবলিত হয়ে দূর্বিষহ পরিস্থিতির মধ্যদিয়ে দিনাতিপাত করছে উপজেলার নিম্নাঞ্চলের মানুষ। থাকায় অনুপযোগী আবাসস্থলগুলো থেকে লোকজনকে সরিয়ে আনা হচ্ছে নিরাপদ আশ্রয়ে।

প্রতিকূল পরিস্থিতির মধ্যেও প্রাকৃতিক বিপর্যয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী নিয়ে অবিরাম ছুটে চলছেন ফরিদগঞ্জের বহুল আলোচিত সংগঠন ফ্রেন্ডস ফোরাম এর নেতৃবৃন্দ। প্রাকৃতিক গোলযোগে অবরুদ্ধদের দ্বারে পৌঁছে দিচ্ছেন ত্রাণ-সাহায্য। নৌকাযোগে বিভিন্ন এলাকা থেকে আশ্রয় কেন্দ্রে আসতে লোকদেরকে করছেন সহায়তা, অসুস্থদের চিকিৎসা সেবায় রাখছেন অভূতপূর্ব ভূমিকা, এবং বন্যায় খাবার প্রস্তুতে অনুপযোগীদের জন্য প্রাথমিক খাবারের আয়োজনও করতে দেখা গিয়েছে তাদেরকে।

সংগঠনের সমন্বয়ক, ইঞ্জিনিয়ার মোহাম্মদ উল্যাহ আল আমিনের সাথে কথা বলে জানা যায়, শুরুর দিন থেকেই তারা বানভাসিদের পাশে থাকার ঘোষণা দিয়ে সাধ্যের মধ্যে সহায়তা চালিয়ে যাচ্ছেন। এবং শেষ দিন পর্যন্ত চালিয়েও যাবেন এই কর্মযজ্ঞ। আপাতত তারা বৃহস্পতিবার (২২ আগস্ট) সারাদিন সংগঠনের পক্ষ থেকে উপজেলার কেরোয়া গ্রামের চরগুদাড়া এলাকায় পানিতে পরিবেষ্টিত মানুষের ঘরে তার অর্থায়নে শুকনো খাবার বিতরণ করেন।

এই সময় উপস্থিত ছিলেন, মাঈনুল হাসান টিটু, মোঃ সালাউদ্দিন, হাবিব সোহাগ, মোঃ গিয়াসউদ্দিন, মাঈনউদ্দিন, মামুন হোসাইন প্রমুখ।

এছাড়াও তিনি কাছ থেকে মানুষের দূর্বিষহ পরিস্থিতি অবলোকন করেছেন, তাই অবিলম্বে বন্যা কবলিতদের সহায়তায় এগিয়ে আসতে উপজেলার সামর্থ্যবানদের আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, দেড় মাসের ব্যবধানে তৃতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লক্ষাধিক মানুষ। গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙনের ফলে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। সড়কে বন্ধ আছে যান চলাচল। লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগও। সেই সাথে চাঁদপুরেও দীর্ঘ মেয়াদি বন্যার সম্ভাবনার কথা জানাচ্ছেন বিশ্লেষকগন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং