শুক্রবার (৩০ আগষ্ট) ফরিদগঞ্জ ফ্রেন্ড ফোরামের পক্ষ থেকে উপজেলার পানিবন্দী ১৩০টি পরিবারের ঘরে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, নাপা ট্যাবলেট, পেঁয়াজ, তৈল, ডাল, চাল, আলু ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সমন্বয়ক ইন্জিরিয়ার আল আমিন, আনোয়ার হোসেন সজীব, সালাউদ্দিন, মাইনুল হাসান টিটু, দ্বীন মোহাম্মদ সোহেল, হাবিবুর রহমান সোহাগ, মাইনুদ্দিন, মানিক, ডাক্তার খালেদ হাসান
সুজন, মনির হোসেন, বিশ্বজিৎ, হোসেন, আরিফ।
সংগঠনের পক্ষে সমন্বয়ক ইন্জিরিয়ার আল আমিন বলেন, মানুষ হিসেবে এই প্রতিকূল পরিস্থিতিতে মানুষের সহযোগিতা অব্যাহত রাখা আমাদের নৈতিক দায়িত্ব। যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব, তা করা উচিৎ। আমরা খুবই আনন্দিত ফরিদগঞ্জ ফ্রেন্ড ফোরামের ব্যানারে এমন একটি ভালো কাজ সম্মিলিতভাবে করতে পেরে। তাছাড়া, এই মহতীয় কাজটি আনজাম দেওয়ার পর থেকে আমার বন্ধুদেরকেও বেশ আনন্দিত দেখতে পেয়েছি’।
ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে সর্বসাধারণের সহযোগিতায় পাশে থাকার আশা ব্যক্ত করেন তিনি।
এর আগে, বৃহস্পতিবার (২২ আগস্ট) সারাদিন সংগঠনের পক্ষ থেকে উপজেলার কেরোয়া গ্রামের চরগুদাড়া এলাকায় জলাবদ্ধ মানুষের ঘরে তার অর্থায়নে শুকনো খাবার বিতরণ করেন ফরিদগঞ্জ ফ্রেন্ড ফোরাম।