ফরিদগঞ্জে ১০ বোতল বিদেশি মদসহ আপন চন্দ্র দাস (২৮) ও মো. সাগর (২৫) নামে ২ যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে ফরিদগঞ্জ পৌর এলাকা থেকে তাদের আটক করা হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক পিয়াস বড়ুয়া একদল পুলিশ নিয়ে ফরিদগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে ওই ২ যুবককে আটক করে। এদের মধ্যে আপন চন্দ্র দাসের বাড়ি জেলার শাহরাস্তি এবং মো. সাগরের হাজীগঞ্জ উপজেলায়। পুলিশের এই কর্মকর্তা আরো জানান, তারা ২ জনেই মাদক বেচাকেনার সঙ্গে জড়িত।
এদিকে, বিদেশি মদসহ আটক এই ২ জনকে গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের জেলহাজতে পাঠানো হয়েছে।